১, ২, ৩......

(১)

চিন্তাভাবনারা কি এতটাই ভুল ছিল?
ব্যর্থ চিন্তাধারায় আমার আপাত সাফল্য ভুলিয়ে দেয় আমার আপৎকালীন যন্ত্রণাকে,
কার চোখ নোনা হয় বেশী,
যে যায়, না যে ফিরে আসে.........

(২)

কারো খালি হাতে মুঠো হয় ধোঁয়া,
কারো মুঠোয় অব্যক্ত অতীত;
অকালমৃত ক্ষণজন্মা,
জীবণ তুমি আজীবণ পতিত......

(৩)

ছুঁয়ে থাকতে থাকতে ফিকে হয়ে আসে ছাপ,
প্রজাপতির মত বিরল প্রতিভারা শুঁয়োপোকা হয়ে বাঁচে;
কবিতারা মরে যায় জন্মে যাবে বলে,
আমাকে কি কবি না বলে ধাত্রীমাতা বলবে??

Comments