
বহু বসন্ত কেটেছে তোর সাথে,
বৃষ্টি, ফের ঝরে পর আমার পথে,
কোঁচড় ভরে নিই শিউলিফুল;
কাল কাউকে দিয়েছিলাম,
আজ আমার কাল দিলাম তোকে,
ভালবেসে কাছে পাওয়া নয়,
ভাল থাকা, কালো থাকা,
তবু ভালবেসে থাকা........
ছেঁড়া ছেঁড়া লাইন, খাতার পাতা,
শরীরে আঁকা বিষ,
আমি কী তোর হেরোইন, না হাসিস?
আমি অন্তর্নিহিত সত্ত্বা,
বাগদত্তা,
রাজপথে সুকতলার ছাপ,
তোর দশতলার ছাত,
সূয নামে প্রাত্যহিকি পাটে.........
রাত্রে একলা খাটে,
স্মৃতিরা সব ফ্রিৎস হয়ে হাঁটে,
মাটি খুঁড়ে তুলে আনি কঙ্কাল;
অতীতের ভূত, কলকাতা তিলোত্তমা,
আজ সন্ধ্যায়,
বৃষ্টি, ফের ঝরে পর আমার পথে,
শিউলিফুল তুলে নিই কোঁচড় ভরে;
আমার জীবণ, আমার বাঁচা,
তোমার মত করে৷৷
০২/০১/২০১১
1st paragraph ta khub sundor......bishes kore valo thaka,kalo thaka tobu valobese thaka.........darun use...
ReplyDeleteFritz er reference ta chorom!
ReplyDelete