আমার কথা

(১)

আয়না ভেঙে যায়,
আয়না বিকৃত হাসে,
আমি বাঁধা পড়ি তার ফাঁসে,
তোর আশেপাশে,
কখনো কি মুক্তি দিবি আমায়?
ধোঁয়ায় ঘর ভরে যায়,
আমার আশ্কারায়,
ফিরে চেয়েছি তোমায়, বারবার ---
তোর পাশে হাঁটতে চাই আবার,
সেই ব্রিজের ওপর যেখানে সূয ডুবে যায়,
অন্ধকারে একলা ভালবাসায়,
ঘুরে মরি একাকী,
অহংকারী অপদার্থতায়....
(২)

আমি মরে গেছি, মরেছিস তুইও,
শুধু বেঁচে আছে সুর,
একা একা আর হাঁটব কতদূর,
নির্যাতনের একলা ঘরে,
শব্দেরা খেলা করে,
ঘুরে মরি চৌরাস্তায়,
অকারণ ব্যস্ততায়,
স্বাধীনতা বন্দী করেছে আমায়।।

(৩)

ক্ষতবিক্ষত শৈশব, হিন্দু মুসলমান, এটাই বাস্তব;
তবু আজও গিটার কাঁদে তোর হাতে,
জনৈক গায়ক তার মৌ'কে ডাকে, মাঝরাতে।।

১৬/০১/২০১০

Comments

Post a Comment