আত্মপরিচয়

একা নৌকা, একা কিশোরী, স্রোতে ভেসে যাওয়া, কিছুক্ষণ,
তারপর ফেরা প্রথাগত ঘরে, অন্দরে-অভ্যন্তরে,
যে আঁধারের কেউ তল পায় না,
মরে গেলে, জল পায় না,
শুচিবাই, কুষ্ঠরোগী,
আমি ভণ্ড যোগী,
প্রকাশ চাই, আমি বিকাশ চাই না।
কুসংস্কারের গাড্ডা, আমি ফেঁদে বসেছি আড্ডা, দিনরাত ধূনী জ্বলে, কে যেন কী কেঁদে বলে,
শুনতে পাই, আমি শুনতে চাই না;
আমি টাটকা লাশ ছাড়া খাই না,
রাত্রের পথ, কার উঠোন পাড়িয়ে বগল গলে চলেছি,
দ্যাখা হলে মিষ্টি হেসে কুশল জানতে চেয়েছি,
আমি হয়ত তোমার খুব চেনা কেউ,
তোমারই গরম রক্তের লোভে ছায়া হয়ে পথে ঘুরেছি!!!!

২৩/০৮/২০০৭

Comments