নাম

অস্থি চামড়ায়, মাংস মজ্জায় কেউ তোমার নাম সেঁকে দিয়ে গ্যাছে,
এ জন্মে, আগের জন্মে, পূর্বজন্মে,
আমি দেখতে পাই না;
আমি অনুভব করতে পারি সেই ছাপ;
কত বছর হিমঘরে গিয়ে শীতঘুম দিয়ে দিন কেটে যায়,
উত্তাপের আশায়,
তুমি এলে তাই ঘুম ভাঙল আমার, নাকি আরও জড়িয়ে গেলাম স্বপ্নের আবেশে,
আমার একালের দলিত সমাজ অবহেলে হাসে,
অস্থি-মাংসে পূর্বজন্মের গন্ধ ভাসে......

২২/০৮/২০০৮

Comments