
অন্ধকারে কান্না গেলার বয়ঃক্রম তো অতীত হল,
কান্না গ্যালো কি?
একলা একা পণ্ড হওয়ার বিপন্নতার পণ্য হওয়ার সময় গ্যালো,
বিপণ্যতা কোথায় গ্যালো??
সেই বাজারে যেইখানে তোর দর ওঠেনি নোট জুটেছে ছাপ্পামারা,
সেই বয়সে যেইখানে তোর পথটা ছিল বন্ধুর আর কাঁটায় ভরা!
কাঁটায় ডরা!
ডরলি না তুই, মাড়িয়ে গেলি, খুন ঝরল পথ পিচ্ছল হয়ে পড়ল
নিজের রক্তে আছড়ে পড়ে হাত পোড়ালি!
তারপর এল ভিস্তিওয়ালা, বৃষ্টিওয়ালা,
ফর্সা জলে খুন ধু'ল তোর পথ ধু'ল তোর অকাল পাওয়া বয়ঃক্রমকে ত্রিকাল দিল।
ঘরে ঘরে সে জল দিয়ে যায়
আজও রোজ তোর পথ ধুয়ে যায়
পথের ধারে একলা বসে পথিক হ'লো ----
সে পথে তোর খুন বইত,
আজ সে নরম মাটি তুলে ঘর বানাল ছাউনি দিল
একটি দুটি হাঁড়ি-কুরি
একটা ছোট্ট উনুন হ'লো!
এখন সে পথে হাওয়া বয়ে যায়
ভিস্তিওয়ালা জল দিয়ে যায়
ঘরের উঠোন তকতকে আজ ---
মানলাম তোর রক্তের ঘর কারিগরী তবু তার থেকে যায়!!!
৩০/০৮/২০০৮
Comments
Post a Comment