
আজ আকাশে মুক্ত প্রাণের ছোঁয়া,
আজ মেঘের চিহ্নমাত্র নাই,
তবুও আজ বৃষ্টি হবে জানি,
আজ তুই বৃষ্টি হবি তাই.....
আজ থেকে অমাবস্যার রাত,
আজ থেকে পাঁকে পিচ্ছল পথ,
তবু আজও মাদকনেশার ঘোরে,
রাখব আমি আর জন্মের শপথ!
তবু আজও হল্কা ভাসে শ্বাসে,
তবু আজও শিরায় শিরায় তুই,
তবু আজও দামাল ঝড়ো বাতাসে,
একলা রাতে তোর সাথে জেগে রই.....
এখনও আসে চেনা লাল রঙে ভোর,
এখনও ভাসে শেষ প্রান্তে নাম,
আজও কোন পোকায় কাটা পাতায়
লেখা আছে এক রক্তহীন সংগ্রাম....
নিঃশব্দে নিষ্ঠা আছে রাখা,
আজও কোন মরুসাহারার তলায়,
আজও তবু তোর মৃত্যু আমি।
আজও আমাদের বিষাক্ত প্রেম জ্বালায়.........
০৫/০২/২০০৮
Comments
Post a Comment