বৃষ্টি

অপাপবিদ্ধ শরীরে ক্রূশবিদ্ধ যন্ত্রণা,
আমি কি জানি না যে মানি না?

বৃষ্টি আমার নীলগঞ্জে বাড়ি,
বৃষ্টি আজ তোমার সাথে আড়ি,
বৃষ্টি আমার সবেতেই বাড়াবাড়ি!!

লোকে তোমার আলাপচারিতা চায়,
বৃষ্টি তোমার আলাপচারিতায়,
দিয়েছি কবে নীল সমুদ্রে পাড়ি ---
এখন আমার নীলগঞ্জে বাড়ি,
বৃষ্টি আজ তোমার সাথে আড়ি।

বৃষ্টি তোমার কাছেই প্রথম নারী,
তুমিই প্রথম বললে আমিও পারি,
তবুও আজ তোমার সঙ্গে আড়ি,
বৃষ্টি আমার নীলগঞ্জে বাড়ি।

বৃষ্টি তোমার আদর করা শহর,
বৃষ্টি কিছু উষ্ণ ভরা প্রহর,
বৃষ্টি আজ ক্রূশবিদ্ধ পরী;
বৃষ্টি আমার সবেতেই বাড়াবাড়ি,
বৃষ্টি, আজ তোমার সঙ্গে আড়ি।।

২৬/০৩/২০০৯

Comments