অভিব্যাক্তি


তোর এক রাত্তিরের যৌনতার বশে নিজেকে খুইয়ে রক্ত চুঁইয়ে পড়া হৃৎপিণ্ডের পাশ,
আজ আমি হারিয়েছি বিশ্বাস, বল,
আর কী চাস?
তুই ফিরে গেলি তোর গহ্বরে,
এই নিস্পৃহতার শহরে আজ যদি নামে বৃষ্টি,
ভুলে যাব তোর কৃষ্টি;
আমি ছিন্ন, বিচ্ছিন্ন, বা সার্বজনীন ঘৃণ্য,
কেন ধরেছিলি হাত,
আমি আজ বাঁধনে অবসন্ন!
রিক্ত, কিছু তিক্ত অভিজ্ঞতা ডেকে দিয়ে যায় নাভিশ্বাস,
রক্তে কালো হৃৎপিণ্ডের চারপাশ!!!

১৮/০৩/২০০৮

Comments