
যার কলম আজ থেমে গ্যাছে, সে তোকে দিয়ে গ্যালো উত্তরাধিকার,
তুই তাকে কবিতা দিতে এলি।
আঙ্গুলের স্পর্শ, সে ছিল বিমর্ষ,
তুই তাকে হাসি দিতে এলি।
সে ছিল মৃত্যুশয্যায়, ক্যানো তাকে জীবণ দিতে গেলি??
জলে ভেজা, ভেজা শহর, ভেজা মাটি, ভেজা শরীর,
শহরের ইতিকথা, কথকতা, কত কথা,
জমা থাক স্মৃতিদের খোপে,
ইতি উতি প্রেমিক-প্রেমিকা, ওরা বড় ভালবাসে তোকে।
আমি তোকে ভালবাসিনি,
আমি তোকে মারতে চেয়েছিলাম,
বাঁধা দিল গিটারের তার,
যে গিটারে রক্ত ঝরেছে আমার!
এখনও লেগে আছে? দেখতে পাস?
এখনও কেঁদে উঠিস সুরের আড়ালে?
শরীরে খোদাই করা বিষ,
আমার রক্তে বইছে হাসিস্,
তবু ক্যানো এখনও আসিস?
অন্ধকারে হাত বাড়ালে হাতে আসে জমে থাকা কিছু অন্ধকার,
তবু ক্যানো এখনও ভালবাসিস??
Comments
Post a Comment